কোটা সংস্কার: লাইব্রেরি থেকে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, শাহবাগে সমাবেশ

ডেইলি স্টার শাহবাগ প্রকাশিত: ১২ জুলাই ২০২৪, ১৭:৩৪

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা।


আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিভিন্ন হল থেকে বেরিয়ে লাইব্রেরির সামনে আসতে শুরু করেন শিক্ষার্থীরা।


পরে সোয়া ৫টার দিকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টিএসসি সড়কদ্বীপ পার হয়ে শাহবাগের দিকে রওনা হয়।


শাহবাগে শিক্ষার্থীরা সমাবেশ করবেন বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান। 


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচি অনুযায়ী, কোটা বাতিলের দাবিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।


গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম আজকের কর্মসূচির ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও