ঢাকায় ৬ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি, ডুবল কোন কোন রাস্তা
মুষলধারার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা ডুবে গেছে। আজ শুক্রবার ছুটির দিন থাকায় স্কুল–কলেজের শিক্ষার্থীসহ বেশির ভাগ চাকুরে নাগরিকদের ঘর ছাড়ার প্রয়োজনীয়তা নেই। তবে জীবিকা ও অন্যান্য অনিবার্য প্রয়োজনে যাঁরা পথে নেমেছেন, তাঁরা প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন।
রাস্তাগুলো জলমগ্ন হওয়ায় অনেক এলাকায় যানবাহন চলছে ধীরগতিতে। কোনো কোনো এলাকায় যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। জলমগ্নতার ফলে মহানগরজুড়ে স্থবিরতা সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে পড়েছে জনজীবন। নগরবাসীর পড়েছেন প্রচণ্ড দুর্ভোগে।