চলতি অর্থবছরে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর লোকসান বাড়তে পারে ৫ গুণ
বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মোট লোকসান চলতি অর্থবছরে এর আগের বছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বাড়তে পারে বলে প্রাক্কলন করেছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মনিটরিং সেল সাত খাতের ৫০ প্রতিষ্ঠানের বাজেট বিশ্লেষণ করে এ তথ্য দিয়েছে।
এর মধ্যে শিল্প খাতে ছয়টি; বিদ্যুৎ, গ্যাস ও পানির অধীনে ছয়টি; পরিবহন ও যোগাযোগে আটটি; বাণিজ্যিক তিনটি; কৃষি ও মৎস্য খাতে ছয়টি; নির্মাণে ছয়টি ও সেবা খাতে ১৮টি প্রতিষ্ঠান আছে।