ডিলিট করা ছবি এক মিনিটে ফিরে পাবেন এই ৩ উপায়ে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১২ জুলাই ২০২৪, ১১:০৩
প্রায় সময়েই নিজের ভুলে ফোন থেকে ছবি, ভিডিও ডিলিট হয়ে যায়। যদি কারও গুগল অ্যাকাউন্ট থেকে একটি ফটো মুছে ফেলা হয়, তা আবার পুনরুদ্ধার করা যেতে পারে।
গুগল ফটোস থেকে ছবি মুছে ফেললে, এটি স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাশ ফোল্ডারে চলে যায়। ব্যাকআপ করা মুছে ফেলা ফটোগুলো ৬০ দিনের জন্য ট্র্যাশে থাকে, যেখানে ব্যাকআপ না করা ফটোগুলো ৩০ দিনের জন্য ট্র্যাশে থাকে।
ট্র্যাশ ফোল্ডারে থাকলেই সেই ছবি এবং ভিডিওগুলো পুনরুদ্ধার করা যেতে পারে। একবার ট্র্যাশ ফোল্ডারটি খালি করলে, এর বিষয়বস্তু পুনরুদ্ধার করা যাবে না। তবে, কেউ যদি ২ বছর বা তার বেশি সময় ধরে গুগল ফটোসে সক্রিয় না থাকে, তাহলে মুছে ফেলা ফটোগুলো পুনরুদ্ধার করতে পারবে না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- টিপস ও ট্রিক্স
- টিপস