১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ এবং জাতীয় স্বার্থবিরোধী কোনো চুক্তি এ দেশের জনগণ মেনে নেবে না।
সিলেট মহানগরের কোর্ট পয়েন্টে মধুবন মার্কেটের সামনে থেকে লিফলেট বিতরণকালে ১২ দলীয় জোটের নেতারা এ কথা বলেন। বৃহস্পতিবার ১২ দলীয় মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়।