![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-04%252F405da601-cbcd-4f9d-8852-896e6ae41f00%252Fa_arafat.jpeg%3Frect%3D33%252C0%252C836%252C557%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
সুপ্রিম কোর্টের আদেশে সরকারের কোটাসংক্রান্ত পরিপত্র বলবৎ হয়েছে, জনদুর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকুন: তথ্য প্রতিমন্ত্রী
প্রথম আলো
প্রকাশিত: ১১ জুলাই ২০২৪, ২০:২৪
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা নিয়ে ২০১৮ সালে সরকারের দেওয়া পরিপত্র সর্বোচ্চ আদালতের আদেশে আবার বলবৎ হয়েছে বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘সুতরাং জনদুর্ভোগ তৈরি হয়, এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকুন।’
- ট্যাগ:
- রাজনীতি
- সুপ্রিম কোর্ট
- আদেশ
- জনদুর্ভোগ