চীনে জ্বালানির ট্যাংকারে ভোজ্যতেল পরিবহন, খাদ্যনিরাপত্তা নিয়ে তোলপাড়

প্রথম আলো প্রকাশিত: ১১ জুলাই ২০২৪, ২০:১৪

চীনে ভোজ্যতেলের মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। বলা হয়েছে, জ্বালানি তেলবাহী ট্যাংকারে বিষাক্ত রাসায়নিক পরিবহনের পর যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন না করেই ভোজ্যতেল পরিবহন করা হয়েছে। চীন সরকার এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।


এই অভিযোগ ওঠার পর তোলপাড় হয়ে যাচ্ছে। বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ ভোজ্যতেলের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। খাবারে ভেজাল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


বেইজিংয়ের সরকারি সংবাদমাধ্যমে বলা হয়েছে, জ্বালানি তেল পরিবহনের পর ট্যাংকার পরিষ্কার করার আগেই সেখানে ভোজ্যতেল ও সিরাপ পরিবহন করা হয়েছে। এক গাড়িচালকের সূত্রে সংবাদে বলা হয়েছে, জ্বালানি তেলের ট্যাংকারে ভোজ্য তেল পরিবহন একেবারেই নৈমিত্তিক বিষয় ছিল; বিষয়টি ছিল অনেকটা ‘উন্মুক্ত রহস্য’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও