সিংহীর টানে কুমিরে ঠাসা খালে রেকর্ড-ভাঙা সাঁতার দুই সিংহের
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ জুলাই ২০২৪, ২০:০৬
উগান্ডার কুইন এলিজাবেথ ন্যাশনাল পার্কে রাতের বেলা কুমিরে ঠাসা খাল সাঁতরে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে দুই সিংহ। এই দুটি সিংহের মধ্যে জ্যাকব নামের একটি সিংহের পেছনের একটি পা নেই।
গবেষকরা বলেছেন কুমিরে ঠাসা কাজিঙ্গা নামের এ খালটি ১ দশমিক ৬ কিলোমিটার লম্বা। এখন পর্যন্ত সিংহের সাঁতরে খাল পার হওয়ার যেসব তথ্য রেকর্ড করা হয়েছে এটি সেগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ। আর তাদের ধারণা, সিংহীর সংস্পর্শ পেতে এতটা ঝুঁকি নিয়েছে তারা। এছাড়া মানুষের কাছ থেকে আরও দূরে চলে যেতেও এমনটি করে থাকতে পারে বনের এই দুই রাজা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রেকর্ড
- সাঁতার
- সিংহ