গণতন্ত্রের অবক্ষয়, ‘কর্তৃত্ববাদী’ ঝুঁকির তালিকায় ভারত: মার্কিন প্রতিষ্ঠানের প্রতিবেদন

প্রথম আলো প্রকাশিত: ১১ জুলাই ২০২৪, ২০:০১

ভারতকে ‘অটোক্রেটিক’ বা কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে কাজ করা প্রতিষ্ঠান প্রটেক্ট ডেমোক্রেসি। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে, এক থেকে পাঁচ—এই স্কেলে ভারতের অবস্থান ৩ দশমিক ৫, যা ভারতকে ‘গুরুতর কর্তৃত্ববাদী’ ঝুঁকির তালিকায় উঠে আসা দেশগুলোর মধ্যে রেখেছে। কর্তৃত্ববাদী হওয়ার লক্ষ্যে প্রস্তুত দেশের তালিকার মধ্যে ভারতের সূচক সর্বোচ্চ।


২০২৪ সালের শুরুতে ‘ভি-ডেম’ নামের আরেকটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছিল, গণতন্ত্রের সূচকে ১৭৯ দেশের মধ্যে ভারতের অবস্থান বেশ নিচের দিকে রয়েছে। ভারতের অবস্থান আইভরি কোস্টের কিছু ওপরে, যেখানে পরিস্থিতি খুবই খারাপ বলে বিবেচনা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও