আরও সংকোচন হচ্ছে মুদ্রানীতি

যুগান্তর প্রকাশিত: ১১ জুলাই ২০২৪, ১৬:৩২

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমুখী মুদ্রানীতি চালিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। তবে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। তবুও এ নিষ্ফল পদক্ষেপেই ভরসা রাখতে চাচ্ছেন গভর্নর। নতুন অর্থবছরের জন্য মুদ্রানীতি আরও সংকোচনের পথেই হাঁটছে বাংলাদেশ ব্যাংক। তবে কর্মসংস্থান কমে যাওয়ার ধাক্কা সামাল দিতে এসএমই খাতকে শক্তিশালী করার কৌশল থাকছে এবারের মুদ্রানীতিতে।


বুধবার এক বৈঠকে এ বিষয়ে অংশীজনদের মতামত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। বৈঠকে উপস্থিত ছিলেন সানেমের গবেষণা পরিচালক ড. সায়মা হক বিদিশা, বিআইবিএমের ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, রেপিডের ড. মো. আবু ইউসুফ, ড. মোহাম্মদ আইনুল ইসলাম, এবিবির চেয়ারম্যান সেলিম আরএফ হোসেন, সোনালী ব্যাংকের এমডি আফজাল করীম, সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা। তবে বৈঠকে অনেক খ্যাতিমান অর্থনীতিবিদ অংশ নেননি বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও