উগান্ডায় রিজার্ভ সংকট, পরিস্থিতি সামলাতে সোনা কিনছে কেন্দ্রীয় ব্যাংক
প্রথম আলো
প্রকাশিত: ১১ জুলাই ২০২৪, ১৬:২৮
দেশের রিজার্ভ বাড়াতে উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক সোনা মজুত করছে। দেশটিতে স্থানীয়ভাবে যে সোনার উৎপাদন হয়, এখন সেই সোনা কিনতে শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক আর্থিক বাজারের চ্যালেঞ্জ মোকাবিলা করা রিজার্ভ বাড়ানোর অন্যতম উদ্দেশ্য বলে জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের ফলে উগান্ডার সোনা রপ্তানি কমে যেতে পারে। আফ্রিকার এ দেশটি থেকে সম্প্রতি সোনা রপ্তানি বাড়ছিল। গত বছর সোনা রপ্তানি করে উগান্ডা ২৩০ কোটি ডলার আয় করে। এক বছর আগে সোনা রপ্তানি থেকে দেশটির আয় ছিল ২০ কোটি ১০ লাখ ডলার।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সংকট
- উগান্ডা
- রিজার্ভ