শিশুর ত্বকের যত্ন নেবেন যেভাবে

যুগান্তর প্রকাশিত: ১১ জুলাই ২০২৪, ১৩:২৮

শিশুর সংবেদনশীল ত্বক নিয়ে ভয়ে থাকেন মায়েরা। খাওয়া ও ঘুমের পাশাপাশি এই বিষয়টি নিয়ে ভাবনার আর শেষ নাই তাদের। বিশেষ করে শিশুর ত্বকের শুষ্কতা নিয়ে। শুষ্কতা থেকে শিশুর ত্বকের সুরক্ষায় ঘন ঘন লোশন বা তেল মালিশও করতে দেখা যায় তাদের। তবে বয়সভেদে কীভাবে শিশুদের ত্বকের যত্ন নিতে হয়, এই ব্যাপারে অনেকেই মায়েদেরই সঠিক ধারণা থাকে না। চলুন আজকে জেনে নেই নবজাতকের ত্বকের যত্ন কীভাবে নিবো… 


১) নবজাতকের বয়স ১৫ দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের তেল, লোশন বা পাউডার লাগানো ঠিক নয়। ১৫ দিন বয়স পার হওয়ার পর শিশুর ত্বকে জলপাই তেল (olive oil) লাগানো শুরু করতে পারেন। তবে সেটিও দিনে এক থেকে দুইবারের বেশি নয়। জলপাই তেলের বদলে নারকেল তেলও লাগানো যেতে পারে। 


২) শিশুকে জন্মের তিন দিনের মধ্যে গোসল করানো ঠিক নয়। যে-সব শিশু পূর্ণ গর্ভকাল পেরিয়ে জন্মেছে, তাদের এক দিন পর পর গোসল করানো যেতে পারে। তবে যে-সব শিশু পূর্ণ গর্ভকাল পার হওয়ার আগেই জন্মেছে অথবা যাদের ওজন স্বাভাবিকের চেয়ে কম, তাদের সপ্তাহে ১ থেকে ২ দিন গোসল করাতে হবে। গোসলের আগে বা পরে তেল মালিশ করতে হবে এমন কোনো কথা নেই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও