ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী আলম। যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই নামে বেশ পরিচিত। তার ঘর আলো করে ফুটফুটে এক পুত্রসন্তান জন্ম নিয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চাষী আলম। তিনি বলেন, মা এবং সন্তান দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।