এসি ভালো রাখতে এই কাজগুলো করে দেখুন
প্রথম আলো
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ২০:২৬
যতটা সম্ভব কম সময় এসি চালাবেন। বাইরের তাপমাত্রা সহনীয় থাকলে এসি বন্ধ করে জানালা-দরজা খুলে দিন। প্রাকৃতিক উপায়েই যতটা সম্ভব ঘর শীতল রাখুন। তাহলে আপনার এসি দীর্ঘদিন কার্যকর থাকবে।
ঘরে কেউ না থাকলে কখনোই এসি চালাবেন না।
এসির তাপমাত্রা অতিরিক্ত কমিয়ে দেবেন না। তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখুন। বাইরে থেকে ফেরার পরপরই দ্রুত শীতলতা পাওয়ার জন্য এসির তাপমাত্রা কমিয়ে দিতে মন চাইতে পারে আপনার। এ রকমটা করাও ঠিক নয়।