জনদুর্ভোগ হয়, এমন কার্যক্রম থেকে বিরত থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী
প্রথম আলো
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ১৯:৫৪
সর্বোচ্চ আদালতের আদেশের পর এই মুহূর্তে জনদুর্ভোগ তৈরি হয়, এমন কার্যক্রম থেকে বিরত থাকা উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ও আদালতের আদেশের পর তিনি প্রথম আলোকে এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ আদালত শুধু স্ট্যাটাসকো (স্থিতাবস্থা) আদেশ দেননি। শুধু স্ট্যাটাসকো আদেশ দিলে কোটা বিষয়ে সরকারের পরিপত্র বাতিল করে উচ্চ আদালত যে আদেশ দিয়েছিল, সেই আদেশ বলবৎ থাকত। খেয়াল করতে হবে, সর্বোচ্চ আদালত সাবজেক্ট মেটারের ওপর স্থিতাবস্থা আদেশ দিয়েছেন। অর্থাৎ, কোটা বিষয়ে সরকারের জারি করা পরিপত্র এখন আবার বলবৎ হলো। ফলে এই মুহূর্তে জনদুর্ভোগ তৈরি হয়, এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকা উচিত।’
- ট্যাগ:
- রাজনীতি
- প্রতিমন্ত্রী
- কার্যক্রম
- জনদুর্ভোগ