You have reached your daily news limit

Please log in to continue


মাঝরাতে টলমল পায়ে ফ্রিজে হানা খুদের, থাবা বসাল খাবারে, মিষ্টি ভিডিয়ো দেখে গদগদ সকলে

মধ্যরাতে এটা সেটা খাওয়ার ইচ্ছে জাগে অনেকেরই। আর সেই ফুড ক্রেভিংকে শান্ত করতে না পারলে দু' চোখে কোনও মতেই ঘুম আসে না। তাই মাঝরাতে কেক, কোল্ড ড্রিংকস বা আইসক্রিমের খোঁজে ফ্রিজে উঁকি ঝুঁকি মারেন অনেকেই। সেখানে মনের মতো খাবার পেলে চওড়া হাসি ফুটে ওঠে মুখে। তারপর লুকিয়ে লুকিয়ে সেসব খাবার খেয়েই রসনাতৃপ্তি হয়।

এবার এমনই এক ছবি নজর কাড়ল ইন্টারনেটে। সেখানে মিড নাইট ক্রেভিং মেটাতে গিয়ে ধরা পড়ল এক শিশু। আর ধরা পড়ার মুহূর্তে ছোট্ট কন্যার রিয়্যাকশন দেখে হেসে গড়িয়ে পড়ল নেটপাড়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন