You have reached your daily news limit

Please log in to continue


সোনায় মোড়া বার্গার, দাম সাড়ে ৪ লাখ! চোখ কপালে খাদ্যরসিকদের

নানা রেস্তরাঁ ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের পদ চেখে দেখতে ভালোবাসেন খাদ্যরসিকেরা। এক্ষেত্রে কারও একেবারে বাঙালি খাবার পছন্দ তো। কেউ আবার কবজি ডুবিয়ে খান মুঘল এবং চাইনিজ খাবার। এদিকে কেউ আবার মেইন কোর্স ছেড়ে কফি শপে গিয়ে বার্গার, স্যান্ডউইচেই কামড় বসাতে ভালোবাসেন। আর বার্গার প্রিয় হলে একটাতে থোরাই মন ভরে। তখন ভিন্ন ধরনের দু'-তিনটে বার্গার তো প্লেটে চাই।

এইভাবে বার্গার দিয়ে রসনাতৃপ্তির জন্য কার্পণ্য করেন না অনেকেই। তবে যতই প্রিয় হোক একটি বার্গারের জন্য সাড়ে ৪ লক্ষ টাকা খরচ করবেন আপনি? দাম শুনে চমকে গেলেন তো? তাহলে জেনে রাখুন এমনই এক বার্গার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। বিশ্বের সবথেকে দামি বার্গার হিসেবে পরিচিতি পেয়েছে এই বার্গারটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন