You have reached your daily news limit

Please log in to continue


আরিয়ান ৬ ফের ইউরোপকে নিয়ে গেল মহাকাশে

অবশেষে সফলভাবে উৎক্ষেপণ ঘটেছে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ইএসএ’র ‘আরিয়ান ৬’ রকেটের, যা মহাদেশটির মহাকাশযাত্রায় সামগ্রিক প্রেক্ষাপট বদলে দেওয়ার সম্ভাবনা দেখাচ্ছে।

চার বছরের দীর্ঘ বিলম্বের পর এ সফল উৎক্ষেপণের ঘটনাটি ঘটল, যার ফলে মহাকাশে নিজস্ব ফ্লাইট ও স্যাটেলাইট পাঠানোর সুযোগ পাবে ইউরোপ, এবং ‘স্পেসএক্স’-এর মতো কোম্পানির ওপর নির্ভর না করেই।

এ উৎক্ষেপণের মাধ্যমে আরিয়ান ৫ রকেটের স্থলাভিষিক্ত হল আরিয়ান ৬, যার সর্বশেষ উৎক্ষেপণ ঘটেছিল এক বছর আগে। এর পর থেকেই নিজেদের রকেট উৎক্ষেপণ সক্ষমতা ছাড়াই বিভিন্ন মিশন পরিচালনা করে আসছে ইউরোপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন