আরিয়ান ৬ ফের ইউরোপকে নিয়ে গেল মহাকাশে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ১৬:৩৪
অবশেষে সফলভাবে উৎক্ষেপণ ঘটেছে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ইএসএ’র ‘আরিয়ান ৬’ রকেটের, যা মহাদেশটির মহাকাশযাত্রায় সামগ্রিক প্রেক্ষাপট বদলে দেওয়ার সম্ভাবনা দেখাচ্ছে।
চার বছরের দীর্ঘ বিলম্বের পর এ সফল উৎক্ষেপণের ঘটনাটি ঘটল, যার ফলে মহাকাশে নিজস্ব ফ্লাইট ও স্যাটেলাইট পাঠানোর সুযোগ পাবে ইউরোপ, এবং ‘স্পেসএক্স’-এর মতো কোম্পানির ওপর নির্ভর না করেই।
এ উৎক্ষেপণের মাধ্যমে আরিয়ান ৫ রকেটের স্থলাভিষিক্ত হল আরিয়ান ৬, যার সর্বশেষ উৎক্ষেপণ ঘটেছিল এক বছর আগে। এর পর থেকেই নিজেদের রকেট উৎক্ষেপণ সক্ষমতা ছাড়াই বিভিন্ন মিশন পরিচালনা করে আসছে ইউরোপ।