সৈয়দ আবেদ আলী ও তাঁর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ, তথ্য চাওয়া হয়েছে
প্রথম আলো
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ১৫:৪৪
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আলোচিত পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের ব্যাংক হিসাবের সব তথ্যও চেয়েছে সংস্থাটি।
সৈয়দ আবেদ আলী বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক। প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার বিষয়টি পিএসসির নিজস্ব তদন্তে প্রমাণিত হওয়ায় ২০১৪ সালে চাকরিচ্যুত হন তিনি। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।