![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2018%252F07%252F05%252Fad69f251735892cb7622d80dc8dee484-5b3e295e2a700.jpg%3Frect%3D125%252C0%252C1350%252C900%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
কোটাপদ্ধতি বাতিল বা বহাল নয়, সংস্কার জরুরি: জাসদ
প্রথম আলো
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৪, ২০:৩৬
সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল বা বহাল নয়, সংস্কার জরুরি বলে মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। তাই কোটা সংস্কারের জন্য একটি কমিশন গঠনের দাবি জানিয়েছে দলটি।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ মঙ্গলবার এক বিবৃতিতে কোটা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বৈষম্যমূলক পেনশন-ব্যবস্থার পরিবর্তে সর্বজনীন পেনশন চালুর দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটাব্যবস্থা সংস্কারের পরিবর্তে পুরোপুরি বাতিল করে দেওয়া ছিল সরকারের আবেগপ্রসূত ভুল সিদ্ধান্ত।
- ট্যাগ:
- রাজনীতি
- বাতিল
- কোটা পদ্ধতি
- জাসদ