You have reached your daily news limit

Please log in to continue


পরিসংখ্যান : নকআউটে ফ্রান্স-স্পেনের বিজয়ী দলই হয় ‘চ্যাম্পিয়ন’

প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের আসর। যেখানে ফাইনালে ওঠার লড়াইয়ে আজ (মঙ্গলবার) মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। মজার বিষয়– ইউরোতে এই দুই দলের মুখোমুখি দেখায় বিজয়ী দলই হয় চ্যাম্পিয়ন। এর আগে তিনবার এমনটা দেখা গেছে। সবমিলিয়ে অবশ্য দু’দলের পরিসংখ্যানে এগিয়ে স্প্যানিশরা।

পরিসংখ্যান বলছে, ইউরোর নকআউটে ফ্রান্স-স্পেন ম্যাচে বিজয়ী দল টুর্নামেন্ট শেষে শিরোপা উৎসব করে। দুই দল নকআউটে মুখোমুখি হওয়ার পর ১৯৮৪ ইউরোতে ফ্রান্স, ২০০০ সালে ফ্রান্স এবং ২০১২ সালে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল। এমনকি ইউরোতে দুই দলের দ্বৈরথে নকআউটে ফ্রান্সই এগিয়ে, এর মধ্যে স্মরণীয় ১৯৮৪ আসরের ফাইনাল। সেই ম্যাচে মিচেল প্লাতিনির দল স্প্যানিশদের ২-০ গোলে হারায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন