৫৪ হাজার টেনিস বল ব্যবহার করা হয় উইম্বলডনের এক আসরে

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ জুলাই ২০২৪, ১৫:৫৯

উইম্বলডনকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ টেনিস প্রতিযোগিতা হিসেবে। ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসে টেনিসের এই আসর। ১৮৭৭ সালের এই দিনে, অর্থাৎ ৯ জুলাই প্রথম শুরু হয় প্রতিযোগিতাটি। চলুন তবে আজ জেনে নিই উইম্বলডন প্রতিযোগিতা নিয়ে মজার কিছু তথ্য।



  • লন্ডনের শহরতলি উইম্বলডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে হয় প্রতিযোগিতাটি। 

  • ১৮৭৭ সালের উইম্বলডনে ছিল শুধু ছেলেদের একক প্রতিযোগিতা। শিরোপা যেতেন স্পেনসার গোর। প্রথম প্রতিযোগিতায় টিকিটের দাম কত ছিল জানেন? মাত্র এক শিলিং।

  • মেয়েদের একক ও ছেলেদের দ্বৈত প্রতিযোগিতা শুরু হয় ১৮৮৪ সালে। মেয়েদের দ্বৈত ও মিশ্র দ্বৈতের সূচনা ১৯১৩ সালে।

  • প্রতিযোগিতাটিকে কেন্দ্র করে এ সময় অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে খাওয়া ও পান করা হয় ৩ লাখ ৩০ হাজার কাপ ও কফি, ১০ হাজার লিটার ক্রিম, ৬১ হাজার ৭০০ পাউন্ড স্ট্রবেরিসহ আরও অনেক কিছু।

  • টেনিস বল বললেই আমাদের চোখের সামনে হলুদ বলের চেহারাটিই ভেসে ওঠে। তবে উইম্বলডনে দীর্ঘ সময় সাদা বল ব্যবহার করা হয়েছে। ১৯৮৬ সালে প্রথম হলুদ টেনিস বলের চল শুরু হয়। উদ্দেশ্য, টেলিভিশনে ভালো দেখা যাওয়া। অবিশ্বাস্য হলেও একটি প্রতিযোগিতাতেই ব্যবহার করা হয় ৫৪ হাজার বল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও