![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-07%252Ff73a0a26-3319-43c5-bb2d-2bc353089c56%252Finstagram.reuters.png%3Frect%3D0%252C0%252C640%252C427%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
ইনস্টাগ্রামে অপরিচিতদের পাঠানো বার্তা আলাদা বক্সে রাখবেন যেভাবে
ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করার পাশাপাশি ডিরেক্ট মেসেজের (ডিএম) মাধ্যমে অন্যদের বার্তা পাঠান অনেকে। তবে কখনো কখনো ইনস্টাগ্রামে অপরিচিত ব্যক্তিরাও বিভিন্ন ধরনের বার্তা পাঠিয়ে থাকেন। এসব বার্তা স্বয়ংক্রিয়ভাবে ডিরেক্ট মেসেজ অপশনে জমা হয়ে থাকে। ফলে অনেক সময় পরিচিতদের পাঠানো গুরুত্বপূর্ণ বার্তাও চোখ এড়িয়ে যায়। তবে চাইলে ইনস্টাগ্রামে অপরিচিত ব্যক্তিদের পাঠানো বার্তাগুলো মেসেজ রিকোয়েস্ট বক্সে জমা রাখা যায়। ইনস্টাগ্রামে মেসেজ রিকোয়েস্ট বক্স অপশন চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।
মেসেজ রিকোয়েস্ট বক্স অপশন চালুর জন্য প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রামের প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠার ডান দিকের ওপরে থাকা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে ‘হাউ আদারস ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ ইউ’–এর নিচে থাকা ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ বাটনে ক্লিক করতে হবে। এবার পরের পৃষ্ঠার ‘হাউ পিপল ক্যান রিচ ইউ’–এর নিচে থাকা ‘মেসেজ কন্ট্রোলস’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর ‘আদারস অন ইনস্টাগ্রাম ও ইউর ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম’ বাটনে ট্যাপ করে ‘রিকোয়েস্ট’ অপশন নির্বাচন করলেই অপরিচিতদের পাঠানো বার্তা রিকোয়েস্ট বক্সে জমা হবে।