সরকারের জিআই ভাবনায় পাঁচশ পণ্য

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জুলাই ২০২৪, ১৩:২২

বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য বা জিআই সনদ পাওয়ার মত প্রায় পাঁচশ পণ্যের তালিকা করেছে সরকার, যেগুলোর স্বীকৃতির জন্য এখন আবেদন ও যাচাই-বাছাই কার্যক্রম চলছে।


শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেড মার্কস অধিদপ্তর জানিয়েছে, জিআই স্বীকৃতির জন্য ইতোমধ্যে শখানেক আবেদন জমা পড়েছে। অন্যগুলোরও আবেদনের প্রক্রিয়া চলছে। সবমিলিয়ে আগামী ছয় মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে।


অধিদপ্তরের মহাপরিচালক মো. মুনিম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ৪৯৬টি পণ্যের তালিকা করেছি। ইতোমধ্যে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে আবেদন করতে বলা হয়েছে। তারা আবেদন করলেও ছয় মাসের ভেতরে সব হয়ে যেতে পারে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও