কোটা ও শিক্ষক আন্দোলন নিয়ে কথা নেই সংসদীয় কমিটিতে

প্রথম আলো প্রকাশিত: ০৯ জুলাই ২০২৪, ১৩:১৫

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটাপদ্ধতি বাতিল চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির মতো চলমান গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটির বৈঠকে আলোচনায় আসছে না। একইভাবে সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ, পার্বত্য চট্টগ্রামে ব্যাংক ডাকাতি—সাম্প্রতিক সময়ে আলোচিত এসব বিষয় নিয়েও কোনো আলোচনা হয়নি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে।


সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করা গবেষকেরা বলছেন, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়গুলো সংসদীয় কমিটিতে আলোচনা না হওয়ার এই প্রবণতা নতুন নয়। ২০১৪ সালে একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত দশম জাতীয় সংসদ থেকে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এর মূল কারণ সংসদে দীর্ঘ সময় ধরে শক্তিশালী ও কার্যকর কোনো বিরোধী দল না থাকা। গত দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল। চলতি দ্বাদশ সংসদেও যা বজায় রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও