ব্রণ কি মারাত্মক সব শারীরিক সমস্যার লক্ষণ
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৪, ১৬:৫৯
চুলের কাছাকাছি অংশে
‘হেয়ারলাইন’ অর্থাৎ মুখমণ্ডলের ত্বক আর মাথার ত্বকের মাঝখানের যে অংশ, তার কাছাকাছি জায়গায় যদি প্রায়ই ব্রণ হয়, তাহলে চুলের যত্নে ব্যবহৃত প্রসাধন এর জন্য দায়ী হতে পারে। চুলে ব্যবহৃত প্রসাধন এই জায়গার ত্বকে জমে ত্বকের স্বাভাবিক ছিদ্র বন্ধ করে দিতে পারে। পেট্রোলিয়াম জেলি বা মিনারেল অয়েল–সমৃদ্ধ, বেশ পুরু বা ভারী ঘনত্বের প্রসাধন ব্যবহারে এ রকম হয়। এ জায়গার ব্রণ এড়াতে যা করতে পারেন—
পেট্রোলিয়াম জেলি–জাতীয় প্রসাধন এড়িয়ে চলুন। কোকোয়া বাটার–সমৃদ্ধ কিংবা চুলের রং হিসেবে ব্যবহৃত পণ্যের কারণে এখানে ব্রণ হতে পারে। এসব এড়িয়ে চলতে চেষ্টা করুন। এ ধরনের কোনো প্রসাধন ব্যবহার করলেও তারপর ভালোভাবে মুখের ত্বক পরিষ্কার করুন।
চুলে স্প্রে বা ড্রাই শ্যাম্পু ব্যবহারের সময় মুখের ত্বক ঢেকে রাখুন হাত বা তোয়ালে দিয়ে।