তিস্তা প্রকল্প নিয়ে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে

যুগান্তর এ কে এম শামসুদ্দিন প্রকাশিত: ০৮ জুলাই ২০২৪, ১৫:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ যাবৎ যতবারই ভারত সফর করেছেন, ততবারই তিস্তাপারের ভুক্তভোগী মানুষ পানিবণ্টন চুক্তির শুভ সংবাদ শোনার অপেক্ষায় থেকেছেন। ২১ ও ২২ জুন প্রধানমন্ত্রীর ভারত সফরকালেও এর ব্যতিক্রম ঘটেনি; কিন্তু এ ব্যাপারে ভালো কোনো সংবাদ পায়নি। ভারত এবার বাংলাদেশের সঙ্গে তিস্তাচুক্তি এড়িয়ে নদীব্যবস্থাপনার একটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। তাতেই শেখ হাসিনা এবং তার সরকার মনে করছে, এতে করে তিস্তার পানির সমস্যার একটি স্থায়ী সমাধান হবে। সফর-উত্তর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ বিষয় নিয়ে কথা বলেছেন।


তবে, দেশের কূটনৈতিক ও পানি বিশেষজ্ঞরা মনে করছেন, তিস্তার পানি সমস্যা সমাধানে ভারতের দেওয়া নতুন প্রস্তাবকে বাংলাদেশের জন্য ইতিবাচক হিসাবে দেখার কোনো সুযোগ নেই। বরং ভারতের এ নতুন প্রস্তাব তিস্তার পানি সমস্যা সমাধানের পথকে আরও দীর্ঘায়িত করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও