প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের সম্পর্কের আরও কিছু দিক

প্রথম আলো মো. তৌহিদ হোসেন প্রকাশিত: ০৮ জুলাই ২০২৪, ১৫:৩৬

এক–এগারোর পর সেনা–সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল দুই বছর (২০০৭ ও ২০০৮ সাল)। ২০০৮ সালের শেষে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার গঠন করলে এই সরকার বিলুপ্ত হয়। আমার বন্ধু কাজী হাবিবুল আউয়াল, যিনি এখন প্রধান নির্বাচন কমিশনার পদে নিযুক্ত আছেন, তাঁর নিজ কর্মজীবন নিয়ে একটি বই লিখেছেন। 


তাঁর বইয়ে এক–এগারো সরকারের সময় তাঁর অভিজ্ঞতা থেকে ‘চুম্বক অংশ’ নিয়ে প্রথম আলোতে তিন পর্বে লেখা বেরিয়েছে সম্প্রতি। এর তৃতীয় পর্বের শিরোনাম ছিল, ‘কেমন ছিল প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের সম্পর্ক’। এই সম্পর্ক নিয়ে খুবই সীমিত আকারে তাঁর পর্যবেক্ষণ ও মূল্যায়ন তিনি বিধৃত করেছেন। আমার মনে হয়, এ বিষয়ে আরও কিছু তথ্য পাঠকের আগ্রহ নিরসনে সহায়ক হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও