শব্দের আড়ালে গল্প: ডাকসাইটে

www.ajkerpatrika.com রাজীব কুমার সাহা প্রকাশিত: ০৮ জুলাই ২০২৪, ১৫:২৪

বাংলা ভাষায় প্রায় সর্বজনবিদিত একটি শব্দ হলো ‘ডাকসাইটে’। সাধারণত সংবাদপত্র বা টেলিভিশনের পর্দায় দৃষ্টি নিবদ্ধ করলে এ শব্দটি আমাদের চোখে ও কানে নিজের উপস্থিতি জানান দেয়। মূলত পেশাগত স্বকীয়তা সুদৃঢ় করতে বা সংশ্লিষ্ট পেশায় ওজনদার ভাব আনয়নের লক্ষ্যে শব্দটি প্রয়োগ করা হয়, যেমন ডাকসাইটে নেতা, ডাকসাইটে শিল্পী, ডাকসাইটে খেলোয়াড় প্রভৃতি।



সেই ছোটবেলা থেকে ডাকসাইটে শব্দটি শুনলেই চোখের সামনে কেমন যেন সম্ভ্রমমিশ্রিত একটি ভয় মনে মনে কাজ করত। একই সঙ্গে বিপুল ক্ষমতাধর কোনো এক অজ্ঞাত ব্যক্তির কল্পিত অবয়ব ফুটে উঠত। প্রশ্ন হলো, ডাকসাইটে মানে কী? ডাকসাইটে শব্দটির উৎপত্তি কীভাবে হলো? অনেকে মনে করেন, এটি ইংরেজি শব্দ। আসলে কি তাই? তবে চলুন, আজ ডাকসাইটের ডাকবাক্স উন্মোচন করি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও