টাইটানিক প্রযোজক মারা গেছেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ১৮:৫৪

তুমুল আলোচিত ‘টাইটানিক’ সিনেমার প্রযোজক জন ল্যান্ডিউ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর, জানিয়েছে বিবিসি। তিনি বছরখানেক ধরে ক্যানসারে ভুগছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


জন ল্যান্ডিউ কল্পকাহিনিভিত্তিক চলচ্চিত্র ‘অ্যাভাটার’ও প্রযোজনা করেছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন। হলিউড রিপোর্টারকে তিনি বলেন, একজন মহান মানুষ এবং মহান প্রযোজক আমাদের ছেড়ে গেলেন। জন সিনেমায় স্বপ্নে বিশ্বাসী ছিলেন। তিনি বিশ্বাস করতেন চলচ্চিত্র হচ্ছে মানুষের হাতে সৃষ্টি সেরা শিল্প এবং সেটা বানাতে হলে আগে মানুষ হতে হবে।’ অস্কারজয়ী প্রযোজক জন ল্যান্ডিউ জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার-২’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এ ছাড়া ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘টাইটানিক’ সিনেমাতেও তার অবদান ছিল বেশ প্রশংসনীয়। অ্যাভাটার সিনেমা দুটি ছাড়িয়ে গিয়েছিল টাইটানিকের রেকর্ড। প্রযোজকের মৃত্যুর খবরে অ্যাভাটার তারকা জোয়ি সালদানা সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় লিখেছেন, ‘সত্যিই কঠিন একটা আঘাত পেলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও