![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-07%252Fc6b23935-aa4f-44df-8d82-4ee3a1733dc5%252FSanath%2520Jayasuriya%2520At%2520Sylhet%2520ProAlo%2520%289%29.jpg%3Frect%3D164%252C0%252C3711%252C2474%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হলেন জয়াসুরিয়া
প্রথম আলো
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ১৮:১৮
শ্রীলঙ্কা জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হয়েছেন সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া। ৫৫ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারকে ভারত ও ইংল্যান্ড সিরিজে দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। জয়াসুরিয়া গত মাসে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের পরামর্শক ছিলেন।
বিশ্বকাপের পর প্রধান কোচ ক্রিস সিলভারউড ও আরেক পরামর্শক মাহেলা জয়াবর্ধনে পদত্যাগ করেছেন। জয়াসুরিয়া অন্তর্বর্তী সময়ের জন্য কোচ হওয়ার আগে দুই দফায় প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন।
- ট্যাগ:
- খেলা
- প্রধান কোচ
- সনাৎ জয়সুরিয়া