কোটা বাতিলের দাবিতে সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের ছাত্রদের অবরোধ

প্রথম আলো প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ১৫:১৮

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের ছাত্ররা। বেলা ১টা ৪০ মিনিটে তাঁরা সড়ক অবরোধ করার পর সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে৷ তৈরি হয়েছে তীব্র যানজট।


ঢাকা কলেজের ছাত্ররা সায়েন্স ল্যাবে বিক্ষোভ করছেন। তাঁরা ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ বলে স্লোগান দিচ্ছেন।


ঢাকা কলেজের ছাত্র নাজমুল হাসান বলেন, এর আগেও তাঁরা টানা চার দিন ঢাকা কলেজের মূল ফটকে অবস্থানসহ কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তিনি আরও বলেন, কোটা বাতিল করাই তাঁদের দাবি। কারণ, কোটার মাধ্যমে বৈষম্য সৃষ্টি হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও