বিকেলে ঢাকার কোন কোন রাস্তায় যানজট বাড়বে জানাল ডিএমপি
কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড, সপ্তাহের প্রথম কর্মদিবসের ব্যস্ততা, সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা সবমিলে রাজধানীর বিভিন্ন এলাকায় আজ রোববার সকাল থেকে যানজট বেড়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ আজ রোববার সকালে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকার কোন কোন রাস্তায় যানজট বেশি হতে পারে তা জানিয়েছেন।
ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, আজ বিকেল থেকে পুরান ঢাকা, রমনা, মতিঝিল, শাহবাগ, ধানমন্ডি, গুলিস্তান, লালবাগ ও ওয়ারী এলাকার বিভিন্ন রাস্তায় অন্যান্য দিনের তুলনায় যানজট বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব রাস্তায় পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে লালবাগে গিয়ে শেষ হবে। রথযাত্রাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীরা ঢাকার বিভিন্ন এলাকা থেকে পুরান ঢাকায় যাবেন। এ কারণে এই এলাকাতেও যানজট বাড়বে বলেছে ডিএমপি।