![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-07%252F6e9358b3-ff9f-4582-aa19-c4cfca95059f%252FEye-Th.jpg%3Frect%3D1%252C0%252C611%252C407%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
শিশুর জন্মগত ছানি
প্রথম আলো
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ১৩:০৯
চোখের ছানি পড়াকে আমরা সাধারণত বয়স্ক ব্যক্তিদের সমস্যা বলে মনে করি। অথচ জন্মের সময়ও এ সমস্যা নিয়ে শিশু জন্মাতে পারে। দেশে প্রতি ১০ হাজারে ৫ থেকে ৭টি শিশু জন্মগত ছানি নিয়ে জন্ম নেয়।
ধরন
● শিশুর জন্মগত ছানি
● একটু বয়স হলে শিশুর চোখে নানা কারণে ছানি
● যেকোনো রোগের প্রতিক্রিয়ায় সৃষ্ট ছানি
● আঘাতজনিত ছানি
শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় ছানি নিয়ে জন্মালে বা মায়ের গর্ভে থাকার সময়ই যদি ছানি আসে, তবে তা জন্মগত ছানি। আবার জন্মের পর দুই থেকে চার বছর বয়সের মধ্যে নানা কারণে শিশুর চোখে ছানি আসতে পারে। চোখের কোনো প্রদাহজনিত রোগ বা যেকোনো হালকা বা গুরুতর আঘাতে শিশুর এক বা দুই চোখে ছানি পড়তে পারে।