আইফোনের যে ৭ সুবিধা অ্যান্ড্রয়েডে পাওয়া যায় না

প্রথম আলো প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ১৭:৩৪

অ্যান্ড্রয়েড নাকি আইফোন, কোনটা ভালো? এমন প্রশ্ন প্রায়ই থাকে প্রযুক্তিবিশ্বে। বিশেষ করে নামীদামি ব্র্যান্ডের স্মার্টফোন কেনার সময় আইফোন ও অ্যান্ড্রয়েডের তুলনা চলে আসে। অবশ্য এই দুই অপারেটিং সিস্টেমের আলাদা কিছু বিশেষত্ব রয়েছে। এসব বিশেষ সুবিধার কারণে ব্যবহারকারীও বাড়তি সুবিধা পেয়ে থাকেন। তেমনি ফেসটাইম, আইমেসেজসহ আইফোনে বেশ কিছু সুবিধা রয়েছে, যেগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পান না। দেখে নেওয়া যাক, যে সাত সুবিধা শুধু আইফোনেই রয়েছে।


১. অ্যাপল ইকোসিস্টেম


অ্যাপল ইকোসিস্টেমের জন্য আইফোন জনপ্রিয়। এই ইকোসিস্টেমের ফলে ব্যবহারকারী খুব সহজেই তাঁর আইফোন অন্যান্য অ্যাপলের সেবা যন্ত্রে যুক্ত করতে পারেন। ম্যাকবুক, আইপ্যাড, অ্যাপল ওয়াচ, অ্যাপল টিভিতে আইফোন যুক্ত করে অনেক কাজ করা যায়। এসব যন্ত্রে আইফোন যুক্ত করে এয়ারড্রপ, হ্যান্ডঅফ, কন্টিনিউটি ও ইউনিভার্সেল ক্লিপবোর্ডের মতো সুবিধা ব্যবহার করে খুব সহজে তথ্য বিনিময় করা যায়। অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন অন্যান্য যন্ত্রের সঙ্গে যুক্ত করা গেলেও এ রকম ইকোসিস্টেম নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও