![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-03%252F09a144c8-7f91-4c02-a51b-ebb679c53620%252FReliance.png%3Frect%3D3%252C0%252C744%252C496%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
অনন্ত আম্বানির বিয়ে, ভারতের বিবাহশিল্প ও সরকারের আহ্বান
প্রথম আলো
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ১৭:০০
বছরের সেরা বিয়ের সময় এসে গেছে।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রেমিকা রাধিকা মার্চেন্টকে বিয়ে করবেন। তাঁদের প্রাক্বিবাহ অনুষ্ঠানের জাঁকজমকের চিত্র সারা বিশ্ব দেখেছে; এবার তাঁদের বিয়ের মূল অনুষ্ঠান। ভারতীয়রা এমনিতে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান দেখে অভ্যস্ত। কিন্তু অনন্তের বিয়ের অনুষ্ঠান নিয়ে যা হচ্ছে, তা দেখে রীতিমতো তাক লেগে যাচ্ছে ভারতীয়দের।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সরকার
- বিয়ে
- অনন্ত আম্বানি