You have reached your daily news limit

Please log in to continue


বউয়ের ভয়ে বলিউড ত্যাগ অভিনেতার

বলিউডে কাজ পাওয়ার জন্য মুখিয়ে থাকেন বিনোদন দুনিয়ার অভিনেতারা। এমনও গুঞ্জন, হিন্দি ছবি বা সিরিজে শুধু মুখ দেখাবেন বলে এই প্রজন্ম নাকি ভিড়ে ‘একস্ট্রা’ হয়ে দাঁড়াতেও রাজি! আর এই নায়ককে দেখুন। হিন্দি ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। মায়ানগরীতে উড়ে গিয়ে ধারাবাহিকের প্রচার ঝলকের শুটিংও সেরে ফেলেছেন। তার পর বউয়ের ভয়ে সে সব ছেড়ে কলকাতায় এসে বসে আছেন!

ব্যাপার কী? টেলিপাড়ার এই নায়ক কলকাতার একটি প্রথম সারির প্রযোজনা সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। বছরের শুরুতে ওই সংস্থারই একটি ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তাদের আড়াই বছর ধরে চলতে থাকা একটি বাংলা ধারাবাহিকের হিন্দি রিমেকে তাকে নেওয়া হয়েছিল। খবর, ধারাবাহিকটি দেখানো হবে জাতীয় স্তরের প্রথম সারির জাতীয় স্তরের চ্যানেলে। নায়কের আনন্দ ধরে না। সদ্য বিয়ে করেছেন। সবটাই স্ত্রী-ভাগ্য ধরে নিয়ে খুশি মনে উড়ে গিয়েছিলেন আরব সাগরের তীরে। সবে প্রচার ঝলকের শুটিং হয়েছে। এমন সময় বউয়ের ফোন। প্রথমে অনুনয়, তার পরেই তেড়ে ঝগড়া! কী চান তিনি? স্ত্রী বলিউড বোঝেন না। তার দাবি, ফোন রেখেই অভিনেতা স্বামীকে কলকাতা ফিরতে হবে। তার মা গুরুতর অসুস্থ। তিনি এ ব্যাপারে কারও সঙ্গে কোনো সমঝোতা করবেন না। নইলে...

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন