নতুন বাগানে করণীয়
গাছ লাগানোর উপযুক্ত সময় বর্ষাকাল। ছাদে, বারান্দায় বাগান করতে গিয়ে অনেকেই বিভিন্ন সমস্যায় ভোগেন। জৈব উপায়ে এসব সমস্যার সমাধান করা সম্ভব। পরামর্শ দিয়েছেন বিএডিসির উপসহকারী পরিচালক কৃষিবিদ সজীব চাকমা।
পাতা কোঁকড়ানো
মরিচ, টমেটো, পেঁপে গাছের অন্যতম সমস্যা পাতা কোঁকড়ানো। মাকড়, বিভিন্ন শোষক পোকা (জাব পোকা, থ্রিপস) আর লিফকার্ল ভাইরাসের আক্রমণে (যা সাদা মাছির মাধ্যমে ছড়ায়) পাতা কোঁকড়ানো হতে পারে। পাতা কোঁকড়ানো রোধের জন্য এক লিটার পানিতে দুই গ্রাম শ্যাম্পু, এক গ্রাম গুল গুলে সেই পানি স্প্রে করলে সুফল মিলবে। সপ্তাহে একবার স্প্রে করা যেতে পারে।
একই মাত্রায় ভিনেগার স্প্রে করলেও সুফল পাওয়া যায়।
টমেটো পচে যাওয়া
টমেটো কালো হয়ে পচে যায় মূলত ক্যালসিয়ামের অভাবে। পান খাওয়ার দুই গ্রাম চুন এক লিটার পানিতে গুলে গাছের পাতায় স্প্রে করতে হবে। আবার পানিতে গুলে গোড়ার মাটিতে দিলেও হবে।
ডিমের খোসার মিহি গুঁড়ো মাটি তৈরির সময় দিলে এই সমস্যা হবে না।
ফল ফেটে যাওয়া, আঁকাবাঁকা হওয়া
বোরনের অভাবে ফল ফেটে যায়, ফল ও সবজির আকার আঁকাবাঁকা হয়। বোরন মানে বরিক এসিড। দুই গ্রাম বোরন এক লিটার পানিতে গুলে স্প্রে করতে হবে।
আবার মাছি পোকার আক্রমণে এমন হতে পারে। এ জন্য মশারি নেট দিয়ে গাছ ঘিরে দেওয়া উত্তম।
- ট্যাগ:
- লাইফ
- বাগানের পরিচর্যা