You have reached your daily news limit

Please log in to continue


সঙ্গী ছাড়াও কিছু প্রাণীর বাচ্চা হয়

কিছু কিছু প্রাণী যৌন সম্পর্ক ছাড়াও প্রজননে সক্ষম। গবেষকদের নতুন একটি তথ্য এমনটাই বলছে।

পুরুষ সঙ্গীর সঙ্গে মিলন ও শুক্রাণু ছাড়াই একটি স্ত্রী প্রাণী সন্তান জন্ম দিতে সক্ষম। আর এটি সম্ভব ‘পার্থেনোজেনেসিস’ প্রক্রিয়ার মাধ্যমে।

পার্থেনোজেনেসিস শব্দ তৈরি হয়েছে গ্রিক শব্দ ‘পার্থেনোস’ ও ‘জেনেসিস’–এর সমন্বয়ে। পার্থেনোস কথাটির অর্থ কুমারী আর জেনেসিস অর্থ জন্ম।

যুক্তরাজ্যে এই প্রক্রিয়ায় গত সপ্তাহে ১৪টি বাচ্চা জন্ম দিয়েছে বোয়া প্রজাতির একটি সাপ। প্রায় ৯ বছর এটি কোনো সঙ্গীর সংস্পর্শে আসেনি।

কিছু উদ্ভিদ ও পোকামাকড় এই প্রক্রিয়ায় সন্তান জন্ম দিতে পারে। পাশাপাশি কিছু পাখি, মাছ এবং উভচর ও সরীসৃপেরও এই সক্ষমতা আছে।

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যের একটি অ্যাকুয়ারিয়ামে শার্লট নামের একটি স্টিংরে মাছ পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় গর্ভধারণ করে। অবশ্য চলতি সপ্তাহে বাচ্চা প্রসবের আগেই এটি মারা যায়। ফলে সেটি আদৌ প্রজননের যোগ্য ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন