কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি রাজনৈতিক বিজ্ঞাপনে এআই লেবেল যুক্তের পদ্ধতি সহজ করল গুগল
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ছবি বা ভিডিও তৈরি করা যায়, কিন্তু এর মাধ্যমে ভুয়া ছবি বা ভিডিও তৈরি করছেন অনেকেই। আর তাই বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে প্রযুক্তি-দুনিয়ায়। সমস্যা সমাধানে গত বছর থেকে এআই দিয়ে তৈরি রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশের সময় লেবেল যুক্ত করা বাধ্যতামূলক করেছে গুগল। তবে এত দিন নিজেদের তৈরি বিজ্ঞাপনে এআই লেবেল যুক্ত করতে বেশ জটিলতার মুখোমুখি হতেন বিজ্ঞাপন নির্মাতারা। এ সমস্যা সমাধানে এবার রাজনৈতিক বিজ্ঞাপনের ক্ষেত্রে এআই লেবেল যুক্তের পদ্ধতি সহজ করেছে গুগল।
গুগলের তথ্যমতে, রাজনৈতিক বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে কোনো কনটেন্ট বা আধেয় তৈরি করা হলে এবং ডিজিটাল প্রযুক্তির সাহায্যে কোনো বিকল্প দৃশ্য দেখানো হলে বিজ্ঞাপনদাতাকে অবশ্যই এআই লেবেল যুক্ত করতে হবে। নতুন এ হালনাগাদের ফলে এআই দিয়ে তৈরি আধেয় পোস্ট করার সময় বিজ্ঞাপনদাতারা ‘অলটারড অর সিনথেটিক কনটেন্ট’ চেক বক্স নির্বাচন করলেই স্বয়ংক্রিয়ভাবেই বিজ্ঞাপনে এআই লেবেল যুক্ত করে দেবে গুগল। ইউটিউবে বিজ্ঞাপনগুলো চালু হলেও লেবেলটি দেখা যাবে।