বর্ষায় কাঠের আসবাবপত্রের যত্ন নেবেন কীভাবে? রইল টিপস
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ১২:৫৫
বর্ষার আর্দ্র আবহাওয়ায় শুধু কাঠের আসবাবপত্র কেন জামাকাপড় থেকে সবজিপাতি, আচার সবকিছুতেই প্রভাব পড়ে। এক্ষেত্রে ‘ভিলেন’ অতিরিক্ত জলীয় বাষ্প। ভরা বর্ষার মৌসুমে তাই অনেকেরই আসবাবপেত্রর চিন্তায় কপালে ভাঁজ পড়ে। কীভাবে যত্ন নেবেন? সেটা জানা ভীষণ জরুরি। রইল টিপস।
১. কোনোদিন ভেজা কাপড়ে আসবাবপত্র মুছবেন না। এতে ছত্রাক পড়তে পারে। কোনো কঠিন দাগ তোলার জন্যও নয়। প্রয়োজনে নারকেল তেল ব্যবহার করুন। শুকনো কাপড় দিয়ে মুছুন।
২. বর্ষাকালে কাঠের আসবাবপত্রে ঘুণ ধরার প্রবণতা বাড়ে। তাই নিমপাতা, নিমের তেল, কর্পূর, রাবিং অ্যালকোহল বা স্পিরিট একসঙ্গে মিশিয়ে একটা স্প্রে বোতলে ভরে রাখুন। ঘুণ ধরেছে দেখতে পেলেই স্প্রে করে দিন।