ভাঙা ঘরে জোড়াতালি দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বানভাসিরা
সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নদীর পানি কমছে। বিশেষ করে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভাটির জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বন্যার ক্ষত কীভাবে কাটিয়ে উঠবেন সেটা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন বানভাসি মানুষ।
তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক, বিশ্বম্ভরপুরসহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলে বানের পানিতে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। পানির স্রোত এতটা ছিল যে কেউ কেউ ঘরবাড়ি, আসবাবপত্র ফেলে কোনো রকম প্রাণ নিয়ে আশ্রয়কেন্দ্রে ছুটেছেন, আবার অনেকেই ভিটেমাটির মায়ায় পানিবন্দি অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে ঘরের ভেতর বন্দিদশায় দিনযাপন করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বন্যা পরিস্থিতির উন্নতি