বন্যা: গাইবান্ধায় ২৯ হাজার পরিবার পানিবন্দি, বিশুদ্ধ পানির তীব্র সংকট

বিডি নিউজ ২৪ গাইবান্ধা প্রকাশিত: ০৫ জুলাই ২০২৪, ২২:৪৭

টানা বৃষ্টি ও উজানের ঢলে গাইবান্ধায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি পেয়ে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন বন্যা দুর্গতরা।


শুক্রবার জেলার চার উপজেলার ২৭টি ইউনিয়নের প্রায় ২৯ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে হাজার হাজার বিঘার জমির ফসল। বিশেষ করে দুর্গম চরাঞ্চলে ও নদী তীরবর্তী এলাকায় পরিস্থিতি বেশি করুণ।


জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জুয়েল মিয়া জানান, বন্যায় গাইবান্ধা সদর উপজেলা পাঁচটি ইউনিয়নের ৩ হাজার ৫১৮ পরিবার, সুন্দরগঞ্জের সাতটি ইউনিয়নের চার হাজার ৭০০ পরিবার, সাঘাটার আট ইউনিয়নের ১৩ হাজার ২৯০ পরিবার এবং ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়নের সাত হাজার ৪২০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও