কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বরিশালে ভয়াবহ শব্দ দূষণ, সংরক্ষিত এলাকায়ও নিস্তার নেই

ঢাকা পোষ্ট বরিশাল মেট্রোপলিটন প্রকাশিত: ০৫ জুলাই ২০২৪, ২২:৪৭

বরিশাল মেট্রোপলিটন এলাকায় ভয়াবহ রূপ নিয়েছে শব্দ দূষণের মাত্রা। বিশেষ করে জনাকীর্ণ এলাকায় রেডিওমিটারে শব্দের মাত্রা পাওয়া যাচ্ছে ৯১ ডেসিবেল। সরকার ঘোষিত নীরব এলাকা দূষণমুক্ত রাখতেও কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরগুলো। যানবাহন চলাচল করে যেসমস্ত এলাকায় সেখানেতো আরও ভয়াবহ পরিস্থিতি। এতে করে শিশু-কিশোর, শিক্ষার্থীদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হ্রাস পাচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীরাও নিস্তার পাচ্ছেন না শব্দ দূষণ থেকে।


বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর গিয়াস উদ্দিন প্রায়ই দায়িত্ব পালন করেন নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায়। পাঁচ বছরের ব্যবধানে অস্বাভাবিকভাবে তার শ্রবণ ও দৃষ্টিশক্তি কমেছে।


তিনি বলেন, শুধু আমি নয়, ট্রাফিক বিভাগে যারা সড়ক-মহাসড়কে দায়িত্ব পালন করেন তারা সকলেই কানে কম শুনতে পান। দৃষ্টশক্তিও দ্রুত হারান। মাত্রাতিরিক্ত শব্দের মধ্যে দিনের পর দিন দায়িত্ব পালন করে শারীরিক ক্ষতির মুখে আছি। পুলিশের ট্রাফিক বিভাগ ছাড়া অন্য বিভাগে যারা কাজ করেন তারা এত দ্রুত শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি হারান না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও