গুগল ম্যাপসে আসছে ‘মাল্টিকার নেভিগেশন’ সুবিধা

প্রথম আলো প্রকাশিত: ০৫ জুলাই ২০২৪, ২২:৩৩

গুগল ম্যাপসে পথের দিকনির্দেশনা দেখার পাশাপাশি নিজের ভৌগোলিক অবস্থান সরাসরি দেখা যায়। এমনকি পরিচিত ব্যক্তিদের কাছে নিজের অবস্থানের তথ্যও (লাইভ লোকেশন) শেয়ার করা যায়। কিন্তু চাইলেও একই স্থানে ভ্রমণ করতে যাওয়া সব ব্যক্তির অবস্থান একসঙ্গে দেখা যায় না। ফলে আলাদাভাবে প্রত্যেকের অবস্থান জানতে হয়। এ সমস্যা সমাধানে ‘মাল্টিকার নেভিগেশন’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল ম্যাপস। এ সুবিধা চালু হলে ভিন্ন লোকেশন থেকে একই গন্তব্যে যাওয়া সব গাড়িকে গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা দেখানোর পাশাপাশি অন্যদের কাছে তাদের অবস্থান জানাবে গুগল ম্যাপস। ফলে ভিন্ন গাড়িতে থাকলেও সবার অবস্থান একসঙ্গে দেখা যাবে।


গুগল ম্যাপসে এ সুবিধা চালু হলে নিজের গাড়ির অবস্থান জানানোর পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে অন্য গাড়িগুলোর কতক্ষণ সময় লাগতে পারে, তা-ও জানা যাবে। ফলে সহজেই গন্তব্যে পৌঁছানোর আগে বিরতি নেওয়ার স্থান নির্বাচন করা যাবে। গুগল ম্যাপসের এ সুবিধা হঠাৎ চালু করা যাবে না। ভ্রমণ শুরুর আগে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে মাল্টিকার নেভিগেশনের সুবিধা ব্যবহারের জন্য নির্দিষ্ট ব্যক্তিদের অনুরোধ পাঠাতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও