গুগল ড্রাইভে ডিলিট করে ফেলা ফাইল ফিরে পাবেন সহজেই
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৪, ১২:৫৯
বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। যে কোনো কিছু জানতেই সেখানে সার্চ করছেন। এছাড়া গুগল ড্রাইভে জমা রাখছেন জরুরি ছবি, ভিডিও, ফাইল। অনেক সময় গুগল ড্রাইভ থেকে ভুল করে ফাইল ডিলিট হয়ে যায়। আবার ডেস্কটপের শেষ সংস্করণে দেখা গেছে আপডেট করতে গিয়ে অনেকের ফাইল ডিলিট হয়ে গেছে।
দেখে নিন ডেস্কটপের জন্য ড্রাইভে এই ফাইল পুনরুদ্ধারের উপায়-
ডেস্কটপের জন্য ড্রাইভের ফাইল পুনরুদ্ধারের টুল হলো একটি নতুন অন্তর্নির্মিত বৈশিষ্ট্য যা ব্যবহারকারীদের গুগল ড্রাইভের মধ্যে একটি সম্পূর্ণ স্ক্যান চালাতে এবং পূর্ববর্তী সংস্করণে সিঙ্ক সমস্যার কারণে হারিয়ে যাওয়া ফাইলগুলো সহ বিভিন্ন কারণে হারিয়ে যাওয়া ফাইলগুলো পুনরুদ্ধার করতে দেয়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গুগল
- গুগল ড্রাইভ
- সহজ