You have reached your daily news limit

Please log in to continue


পণ্য রপ্তানির ২৩ বিলিয়ন ডলার কোথায় গেল

দেশের পণ্য রপ্তানির হিসাব ওলটপালট হয়ে গেছে। এতে পণ্য রপ্তানির ২ হাজার ৩৩৪ কোটি বা ২৩ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের হদিস মিলছে না। সদ্য বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাস ও এর আগের ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১০ মাস মিলিয়ে মোট ২০ মাসে ৯ হাজার ৩১৪ কোটি ডলারের রপ্তানির তথ্য দিয়েছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। তবে বাংলাদেশ ব্যাংক এখন বলছে, ওই সময় রপ্তানি হয়েছে ৬ হাজার ৯৮০ কোটি ডলার। তার মানে ২৫ শতাংশ রপ্তানির তথ্য উধাও হয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো জবাবও পাওয়া যায়নি।

ব্যবসায়ী নেতারা বলছেন, তাঁরা দীর্ঘদিন ধরে রপ্তানির পরিসংখ্যান নিয়ে যে সন্দেহ প্রকাশ করে আসছিলেন, শেষ পর্যন্ত সেটিই সত্য হলো। এত দিন রপ্তানি ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর চেষ্টা হয়েছে। এতে নীতিনির্ধারকেরা ভুল বার্তা পেয়েছেন। শিল্পের অনেক ক্ষতি হয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদেরা বলছেন, রপ্তানির হিসাব দেশের লেনদেন ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারে প্রভাব ফেলে। তাই দেরিতে হলেও প্রকৃত রপ্তানির তথ্য প্রকাশের উদ্যোগটি ইতিবাচক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন