সিন্ডিকেট ভাঙার ক্ষমতাবিহীন বাণিজ্য মন্ত্রণালয়
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অত্যন্ত স্পষ্ট করেই বলেছিলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট ভাঙার ক্ষমতা তাঁদের নেই। এ ধরনের দুষ্টচক্র বা সিন্ডিকেট ভেঙে দেওয়ার দায়িত্ব এককভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের না হলেও মূল দায়িত্ব অবশ্যই তাদের। কিন্তু তা করতে না পারলেও টিপু মুনশি যে বাস্তব অবস্থাকে স্বীকার করে নিয়েছিলেন বা সত্যকে লুকাতে চাননি, তার জন্য তিনি অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। আর নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী তাঁর পূর্বসূরির মতো এ বিষয়ে অতটা অকপট না হলেও তিনিও পরোক্ষে একাধিকবার এই বাস্তবতাকেই মেনে নেওয়ার কথা বলেছেন।
তো সেই একই ধারাবাহিকতায় ২ জুলাই জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদও বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট ভাঙার ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ের নেই।
- ট্যাগ:
- মতামত
- ক্ষমতা
- সিন্ডিকেট
- মন্ত্রণালয়