ভিডিও নোট পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করতে নতুন সুবিধা যুক্ত হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপে। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের ক্যামেরা বাটন থেকেই সরাসরি ভিডিও নোট মোড চালু করা যাবে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, বর্তমানে হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ ১ মিনিট দৈর্ঘ্যের ভিডিও রেকর্ড করে ভিডিও নোট হিসেবে অন্যদের পাঠানো যায়। কিন্তু একই ভয়েস নোট একাধিক ব্যক্তিকে পাঠানোর জন্য চ্যাটবক্সে প্রবেশ করে ক্যামেরা আইকন থেকে ভিডিও রেকর্ড করার পর বারবার গ্যালারিতে প্রবেশ করতে হয়। কেউ কেউ পাঠানো ভিডিও অন্যকে ফরওয়ার্ড করে থাকেন। নতুন চালু হতে যাওয়া ভিডিও নোট বাটন কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ থেকেই ভিডিও নোট রেকর্ড করে একসঙ্গে একাধিক ব্যক্তিকে পাঠানো যাবে।
You have reached your daily news limit
Please log in to continue
ভিডিও নোট পাঠানো সহজ হচ্ছে হোয়াটসঅ্যাপে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন