বিশেষ মর্যাদার দাবি ছেড়ে মোদির কাছে যা চাইলেন নাইডু
প্রথম আলো
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৪, ১৯:৪৯
বিশেষ মর্যাদা নয়, প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের প্রগতির জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানালেন ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে সেই বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, ২০১৪ সালে অন্ধ্র প্রদেশ রাজ্য পুনর্গঠন আইনে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তিনি চান সেগুলো কার্যকর করা হোক।
সরকারি সূত্রের খবর, এনডিএর এই গুরুত্বপূর্ণ শরিককে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, রাজ্য পুনর্গঠনে কেন্দ্র যথাযথ সহযোগিতা করবে। চন্দ্রবাবু তাঁর দুই দিনের দিল্লি সফরে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও দেখা করেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল ও সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গড়কড়ির সঙ্গে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মর্যাদা
- চন্দ্রবাবু নাইডু